Header Ads Widget

Responsive Advertisement

গুগল ট্রেন্ডস ও কিওয়ার্ড সিলেকশন

যে কোন ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলের ভিজিটর হলো মেইন টার্গেট বা ফোকাস।আমরা যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও-র সাথে জড়িত, কিওয়ার্ড রিসার্চ তাদের জন্য একটি বড় অধ্যায়।এসইও বা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের অনেক স্তর আছে। আমরা সবাইই কমবেশি পরিচিত দুইটি টার্মের সাথে- অন পেইজ এসইও আর অফ পেইজ এসইও।আর কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন টুলসের পাশাপাশি গুগল নিজেই অনেক বেশি সুবিধা দিয়ে থাকে। এমনকি, বর্তমানের আলোচিত অনেক এসইও টুল গুগলের সাথেই embedd করা। গুগল থেকে কিওয়ার্ড রিসার্চের সবচেয়ে সুন্দর ও accurate পদ্ধতি হলো গুগল ট্রেন্ডস-এ রিসার্চ করা। অনেক ইউটিউব ভিডিওতে বা বিভিন্ন ব্লগ পোস্টে আপনারা এ সম্পর্কে জানতে পারবেন। তবে নতুনদের জন্য সব ভিডিও বা ব্লগ কার্যকরী নাও হতে পারে বা কঠিন লাগতে পারে। এই আর্টিকেলে আমি কিভাবে google trends এর সাহায্যে best keyword সার্চ করতে হয় বা সাইটের জন্য perfect হয়, তা দেখানোর চেষ্টা করবো।

গুগল ট্রেন্ডস কি

সার্চ ইঞ্জিন বলতে সবার আগে যেটার নাম আমাদের সামনে আসে, তা হলো গুগল।শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে গুগলের চাহিদা অপরিসীম।এমন দেশও আছে যারা দিনের ৭৮% সময়ই গুগলে কাটায়- কারণ, গুগল এক বিশাল তথ্যভান্ডার। এমন কোনো জিনিস নাই বা topic নাই যা আপনি গুগলে পাবেন না। আর যে তথ্যই সার্চ করুন না কেন, গুগল হয় আপনাকে একসারি ওয়েবসাইটের লিংক দেখাবে নাহয় ভিডিও বা ইমেজ show করবে। পাশাপাশি বিভিন্ন প্রমোশনাল অ্যাড তো আছেই যা আজকাল টপ পেজের শীর্ষে দেখানো হয়।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের প্রভাব বাড়ার সাথে সাথে গুগলে সাইটের সংখ্যাও বাড়তে থাকে। গুগল কোনটা রেখে কোনটা টপে দেবে, তা নিয়ে বেশ ঝামেলায় পড়ে যায়। তখন তারা চিন্তা করে প্রপার কিওয়ার্ড আর traffic rate কত, তার ভিত্তিতে সাইটগুলোকে র‍্যাংক করানো হবে।

গুগলের বিভিন্ন শাখা-প্রশাখার মত গুগল ট্রেন্ডসও একটি। যখন কোন অপ্টিমাইজেশন সাইট/টুলস যেমন- Ahrefs, SEMRush, Ubersuggest, Semalt ইত্যাদি আবিষ্কার হয়নি, তখন গুগল ট্রেন্ডসই ছিল একমাত্র কিওয়ার্ড টুলস- যেটা ফ্রি ছিল এবং এখনো আছে। কথিত আছে, বর্তমানের সব বড় বড় seo প্রতিষ্ঠান এই গুগল ট্রেন্ডসের সাথে mutually কানেক্টেড।

কিভাবে কাজ করে গুগল ট্রেন্ডস

তুলনামূলকভাবে অন্যান্য টুলসের চেয়ে গুগল ট্রেন্ডসে কাজ করা বেশ সহজ।যেহেতু এটা ফ্রি এবং কোনো ঝামেলা ছাড়াই অনেক ডাটা পাওয়া যায়, তাই লাখ লাখ মানুষের ভরসার জায়গা এই google trends। তবে এখানে কাজ করতে গেলে অবশ্যই থাকতে হবে একটি ওয়েবসাইট এবং যেটা SSL certified হতে হয়। সহজে এবং সুলভ মূল্যেই আমাদের দেশ বা international marketplace থেকে পেতে পারেন SSL certified domain আর hosting।

SSL certified ওয়েবসাইট গুলো সাধারণত https দিয়ে শুরু হয়। যেগুলোর পাশেও লেখা থাকে- secured। সাধারণ http: দিয়ে শুরু হওয়া সাইট non-secured হয়ে থাকে এবং গুগল এদেরকে সহজে র‍্যাংকও করে না। তো, ধরা যাক আমাদের একটা সিকিউরড সাইট আছে যার url হলো https://itoolsreview.com/ বা https://www.itoolsreview.com/। সিকিউরড ওয়েবসাইটের সুবিধা হলো, এখানে আপনি শুধু সাইটের নাম লিখলেই তা automatically চলে আসবে। তাই এখানে www দেওয়া বা না দেওয়া সমান। যাই হোক, ধরা যাক itoolsreview সাইটের niche (নিশ) বা ধরণ হলো ব্লগ সাইট যা বিভিন্ন যন্ত্রপাতি এবং মেকানিকাল টুলস নিয়ে লেখালেখি করে। পাশাপাশি affiliation এর ব্যাপারও আছে।

তো, এই সাইটের জন্য কিছু লিখতে গেলে বা কন্টেন্ট আপ্লোডের আগে গুগল ট্রেন্ডসে চেক করতে হবে যে কোন keyword গুলো এই সাইটের জন্য perfect। নিচের ছবিটি দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যাবে-

চিত্রে ডানপাশে উপরে তীর চিহ্নিত করে দেশ সিলেক্ট করা হয়েছে। আপনারা চাইলে যে দেশের জন্য সাইট টার্গেট করা আছে, সেই দেশ সিলেক্ট করতে পারেন। ড্রপ-ডাউন মেনুতে প্রায় সব দেশই পাওয়া যাবে। একবার দেশ সিলেক্ট করা হয়ে গেলে, গুগল স্বয়ংক্রিয়ভাবে তার সাইট url এর ডানে geo চেঞ্জ করে নেবে (চিত্রে বামপাশের উপরের তীর চিহ্নিত)। মাঝখানের বক্সে আপনারা কিওয়ার্ড লিখতে পারবেন বা নিশের ফোকাস কিওয়ার্ড লিখতে পারেন। তবে লং টার্ম কিওয়ার্ড লেখা যাবে না। যেমন- how to make pancakes for children বা best gifts for christmas and new year, ইত্যাদি। পরবর্তী সেকশনে আমরা দেখবো কিভাবে গুগল ট্রেন্ডস থেকে একসাথে অনেক কিওয়ার্ড নিয়ে analysis করা যায় আর সেগুলোর পরিসংখ্যান কিভাবে পাওয়া যায়।

গুগল ট্রেন্ডস থেকে পরিসংখ্যান নির্ধারণ

আমাদের উপরেল্লিখিত সাইটের কথাই ধরা যাক। যেহেতু সাইটটি যন্ত্রপাতি সম্পর্কিত, তাই আমরা যে কোনো একটি যন্ত্র বা টুলস নিয়ে সার্চ করবো, এবং আরেকটি টুলস নিয়ে compare করে দেখবো। তো, প্রথমেই আমরা সার্চ করবো ryobi circular saw এবং কম্পেয়ার করবো bosch circular saw এর সাথে।তো প্রথমেই আমরা লিখবো ryobi circular saw, নিচের চিত্রের মত-


উপরের ছবিতে আমরা টাইপ করে এন্টার প্রেস করলে ২য় চিত্রের মত ফলাফল পাবো। আমরা সাইটের টার্গেট এরিয়া হিসেবে USA সিলেক্ট করেছি আর গত এক বছরের ডাটা সিলেক্ট করেছি। ক্যাটাগরি হিসেবে all categories সিলেক্ট করা হয়েছে এবং শুধুমাত্র web search যেগুলো হয়েছে, সেটাই দেখা হচ্ছে। একটা বিষয় এখানে লক্ষ্যনীয় যে, গ্রাফের কালার এবং search item এর কালার উভয়েই নীল (তীর চিহ্নিত)।

এবার আমরা ডানপাশের + compare এ ক্লিক করবো এবং সেখানে bosch circular saw লিখবো।

এবার আবারো এন্টার প্রেস করলে নিচের ন্যায় চিত্র পাওয়া যাবে-
 
এখানে দুইটা গ্রাফই দেখা যাচ্ছে আর bosch circular saw এর লাল button অনুযায়ী গ্রাফেও লাল রঙ হিসেবে দেখাচ্ছে। দুইটা ভিন্ন ভিন্ন প্রোডাক্ট তুলনা করে দেখা যাচ্ছে যে, ryobi এর চাহিদা bosch এর চেয়ে বেশি বা ryobi circular saw বেশিবার সার্চ করা হয়েছে। সে তুলনায় bosch circular saw এর সার্চ কম হয়েছে।

এবার দেখা যাক, শেষ তিন মাসে কোন প্রোডাক্টের অবস্থা কেমন-


এবারো দেখা যাচ্ছে যে, ryobi circular saw প্রায় প্রতি সপ্তাহেই সার্চ করা হয়। সে তুলনায় bosch circular saw অনেক কম সার্চ হয়। অর্থ হলো, ryobi এর মধ্যে এমন কিছু সুবিধাদি আছে যার জন্য সবাইই এটি সার্চ করে থাকে। জুন থেকে সেপ্টেম্বর এর মধ্যে ২৯ আগস্ট সর্বাধিক বেশিবার ryobi circular saw সার্চ হয়েছে। মাউসের কার্সর নীল গ্রাফের peak point এ নিয়ে গেলে নিচের চিত্রের মত দেখতে পাবেন-


এবার দেখা যাক, কোন এরিয়ায় বেশি মানুষ এটি সার্চ করে। সেজন্য একই এনালাইসিসের একটু নিচের দিকে স্ক্রল করুন আর দেখুন এলাকার নাম-


কেন্টাকি, কলোরাডো, টেনেসি, নেভাদা আর সাউথ ক্যারোলিনা তে সবসময়ই ryobi দেখা যাচ্ছে। উপরে sub region ড্রপ ডাউন মেনু থেকে আপনি city অথবা metro এরিয়া সিলেক্ট করেও দেখতে পারেন। এছাড়া sort মেনু থেকে bosch circular saw এর কি অবস্থা, সেটাও দেখতে পাবেন।


এখন কথা হলো, আপনি যখন মার্কেটিং করবেন বা ব্লগ পোস্ট লিখবেন অথবা ইউটিউব ভিডিও create করবেন, কোন টপিক নিয়ে লিখবেন? Ryobi নাকি Bosch? যেহেতু ryobi এর মার্কেট ভালো দেখা যাচ্ছে, তাহলে সেটা নিয়ে কন্টেন্ট বানানোই তো better, তাই না? এখানেই কিছু tactical strategy কাজ করবে। যেহেতু ryobi এর মার্কেট ভালো এবং অনেকেই এটি সার্চ করে, সুতরাং গুগলে ryobi নিয়ে ব্লগ, রিভিউ আর্টিকেল, ইউটিউব ভিডিও থাকবে প্রচুর। একটা বিশাল কম্পিটিশনে পড়ে যাবেন আপনি এবং আপনার ব্লগ পোস্টে অনেক ইনফরমেশন যুক্ত করতে হবে, অনেক ব্যাকলিংকও করতে হবে। তা না হলে আপনার ব্লগটি গুগলের সার্চলিস্টের তলানিতে পড়ে থাকবে।

এখানে আপনার audience বাড়াতে হলে bosch circular saw নিয়েই লিখতে হবে আর তাতে বেশ creative আর চিত্তাকর্ষক style দিয়ে আর্টিকেল বা কন্টেন্ট সাজাতে হবে। পাঠকরা যাতে আপনার লেখা পড়ে আগ্রহী হয় এবং আরো দশজনকে রেফার করে- সেভাবে কাজ করতে হবে।

এবার দেখা যাক, ইউটিউবে এই সেইম comparison এর কি অবস্থা। সেজন্য উপরে web search এর ড্রপ ডাউন মেনু থেকে youtube search সিলেক্ট করুন। নিচের চিত্রের মত আসবে-


শেষ এক বছরের হিসাব থেকে দেখা যায় যে, এখানেও ryobi শীর্ষে। সুতরাং, কোনো ভিডিও বানাতে হলে আপনাকে bosch circular saw এর বেস্ট প্রোডাক্টগুলো নিয়ে কিছু একটা বানাতে হবে।

কিওয়ার্ড সিলেকশনে যা করবেন

কিওয়ার্ড সিলেকশনে কিভাবে strategic way তে কাজ করবেন, তা আগের সেকশনে কিছুটা হলেও ধারণা করতে পেরেছেন। তারপরও এখানে কিছু quick tips দেওয়া হলো, সবদিক বিবেচনা করে-

  1. নিশ সিলেকশন করুন আগে। নিশ কয়েকরকম হতে পারে- blog, affiliate, adesnse ইত্যাদি। প্রতি বছরই নিশ এর টপিক এর র‍্যাংক পরিবর্তন হয়। আপনার বর্তমান নিশ এ বছরে ভালো অবস্থানে থেকেও পরের বছর নিচের দিকে থাকতে পারে।
  2. ব্লগ আর্টিকেলে কমপক্ষে ৩০-৪০ টি আর্টিকেল লিখুন। প্রতিটি আর্টিকেল ৮০০-৩৫০০ শব্দের মধ্যে হতে হবে। রিভিউ আর্টিকেল তুলনামূলকভাবে একটু বড় হয়ে থাকে।
  3. Plagiarism এর score সর্বোচ্চ ১০% হতে পারে। তবে সব আর্টিকেলের plagiarism score ৩-৫% এর মধ্যে রাখার চেষ্টা করুন।
  4. কম্পিটিশন এবং মার্কেট রিসার্চ করে দেখুন যে কোন বিষয়টি এখন মানুষ বেশি demand করছে। যদি demand করা বস্তু সম্পর্কে গুগলে অনেক আর্টিকেল বা তথ্য থাকে, সেটা বাদ দিন। ২য় demand এর অবস্থা দেখুন। সেটা নিয়ে যদি গুগলের প্রথম পেজে সামান্য আর্টিকেল বা কন্টেন্ট থাকে, সেটাই choose করুন।
  5. কিছু ফ্রি add-ons বা extensions ব্যবহার করুন যেখানে keyword density, keyword ideas দেখা যায়। এক্ষেত্রে Ubersuggest আর keyword surfer খুবই ভালো কাজ করে, এবং এগুলি ফ্রিতেই install করা যায়।
  6. যে কোনো কন্টেন্ট তৈরির আগে সার্চ ভল্যুম একটা বড় ব্যাপার। নতুন আর্টিকেল লেখার ক্ষেত্রে সার্চ ভল্যুম ০-২০ এর মধ্যে থাকতে হয়। সার্চ ভল্যুম ২১-৪০ এর মধ্যে হলেও সমস্যা নেই, তবে কন্টেন্টের দৈর্ঘ্য বাড়াতে হবে। Keyword Surfer এক্সটেনশনের মাধ্যমে আপনি সার্চ ভল্যুম দেখতে পাবেন এবং পছন্দের Unique আর্টিকেল লিখতে পারবেন।

সারকথা

ওয়েবসাইটের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে এবং ভবিষ্যতে আরো বাড়বে। এক গবেষণায় দেখা গেছে, প্রতি ঘন্টায় সারা বিশ্বে প্রায় ৪৭৭ টি ওয়েবসাইট তৈরি হয়, যার বেশিরভাগই not secured বা SSL certificate বিহীন। পোর্টফোলিও থেকে শুরু করে ই-কমার্স, সবকিছু একটা সময়ে ওয়েবসাইটই চালনা করবে। সোশ্যাল মিডিয়াগুলোও এক একটি ওয়েবসাইট আর আমরা অজান্তেই প্রতিদিন ইমেজ, ক্যারিয়ার প্ল্যান, ডেইলি পোস্ট, নিউজ ফিড- আপ্লোড করে চলেছি। যত ওয়েবসাইট আসবে, কিওয়ার্ড রিসার্চও তত সমৃদ্ধ হবে। গুগল প্রতি তিন মাস পরপর algorithm চেঞ্জ করলেও, গুগল ট্রেন্ডসের চাহিদা কখনোই কমবে না। যে কোনো seo professional বা expert এর গুগল ট্রেন্ডস সম্পর্কে জানা এজন্য অতীব গুরুত্বপূর্ণ।

Post a Comment

0 Comments